নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আটি হাউজিং এলাকায় রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে আটি হাউজিং এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু নেত্রকোণারর খালিয়াজুড়ির কল্যাণপুর এলাকার ফুয়াদের ছেলে স্বাধীন (১১)। সে তার পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকার সাত নম্বর রোডের জাহাঙ্গীর মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, স্বাধীনের বাবা রাজমিস্ত্রি ও মা গৃহকর্মীর কাজ করেন। প্রতিদিনের মতো তাকে তার নানির কাছে রেখে তারা কাজের উদ্দেশ্যে বাইরে যান। শনিবার বিকেলের দিকে স্বাধীন ঘরের দরজার আংটার সঙ্গে দড়ি নিয়ে একা খেলা করছিল। একপর্যায়ে তার গলায় ভুলক্রমে ফাঁস লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Posted inএক্সক্লুসিভ