ট্রাকচাপায় নিহত অটোরিকশাচালক, হাসপাতালে ২ বিদেশি শিক্ষার্থী

ট্রাকচাপায় নিহত অটোরিকশাচালক, হাসপাতালে ২ বিদেশি শিক্ষার্থী

ট্রাকচাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবির) দুই নেপালি শিক্ষার্থী। শনিবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন
আহত দুই শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচের শিক্ষার্থী মকবুল আলম এবং ২১ ব্যাচের শিক্ষার্থী কপিল গাসী। তারা দুজনেই কৃষি অনুষদের শিক্ষার্থী। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। শহর থেকে অটোরিকশা করে আসছিলেন দুই শিক্ষার্থী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি ট্রাক অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোচালক নিহত হন। পরে স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ধার করে দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করেন।
অধ্যাপক ড. মামুনুর রশীদ জানান, শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের আহত দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। আমাদের দুজন শিক্ষক হাসপাতালে আছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *