গানে গানে নিউইয়র্কের দর্শকদের মন মাতালেন দুই বাংলার নন্দিত গায়িকা মিতালী মুখার্জি। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক জনপ্রিয় গায়ক বাদশা বুলবুল। গ্যালাক্সি মিডিয়ার আয়োজনে গত শনিবার (২৬ আগস্ট) নিউইয়র্কের জ্যামাইকার মেরি লুইস একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘মিউজিক্যাল নাইট উইথ মিতালী মুখার্জি অ্যান্ড বাদশা বুলবুল।’
প্রায় সাড়ে তিন ঘণ্টার এই আয়োজনে দুই শিল্পী তাদের জনপ্রিয় গান দিয়ে দর্শক-শ্রোতাদের বিমোহিত রাখেন। প্রবাসী বাঙালিদের পাশাপাশি কনসার্টে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক স্থানীয় সংগীতপ্রেমী দর্শকরাও।
আয়োজক গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর জানান, আগামীতেও তারা এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যেতে চান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রিসিলা। কনসার্টের মিডিয়া পার্টনার ছিল আরটিভি ও ঠিকানা।

Posted inবিনোদন