অতি ঝুঁকিপূর্ণ’ হ্যারিকেন ইদালিয়া আঘাত হেনেছে ফ্লোরিডায়

অতি ঝুঁকিপূর্ণ’ হ্যারিকেন ইদালিয়া আঘাত হেনেছে ফ্লোরিডায়

মেক্সিকো উপসাগরে সৃষ্ট হ্যারিকেন ইদালিয়া ‘অতি ঝুঁকিপূর্ণ’ ও শক্তিশালী ক্যাটাগরি-৪ ঝড়ে রূপ নিয়ে ফ্লোরিডায় আঘাত হেনেছে। সামুদ্রিক শক্তিশালী এ ঝড়টির বিপর্যয়কারী ব্যাপক প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) হ্যারিকেনটি ফ্লোরিডা উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। -বিবিসি, ফক্স ওয়েদার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ও বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, হ্যারিকেনটি ফ্লোরিডায় আঘাত হেনেছে। এই ঝড়ের প্রভাবে বিপর্যয়কর, জীবনহানিকর জলোচ্ছ্বাস এবং ধ্বংসাত্মক ঝড়ো বাতাস বয়ে যাবে। যার মূল প্রভাবটা পড়বে রাজ্যের বিগ বেন্ড অঞ্চলে। ঝড়টি আর কয়েক ঘণ্টা পরই আছড়ে পড়বে সতর্কতা দিয়েছিল সংবাদমাধ্যমটি। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়টির কারণে কোথাও কোথাও ১৬ ফুট উঁচু জলোচ্ছ্বাস দেখা যেতে পারে। এছাড়া ঝড়ের সময় ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি বেগে বাতাস বইবে। এই হ্যারিকেনের কারণে বন্যাও দেখা যেতে পারে। হারিকেন ইডালিয়া ফ্লোরিডায় ২০১ কিলোমিটার বেগে বাতাস এনেছে এবং সম্ভাব্য জীবন-হুমকির পরিস্থিতি তৈরি করেছে
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন যে, প্রচণ্ড বাতাস সমুদ্রের পানিকে অভ্যন্তরীণ ধাক্কা দেওয়ার কারণে কিছু অঞ্চলে ১৬ ফুট (৪.৬ মিটার) ঝড়ের সম্ভাবনা রয়েছে।
রাজ্যের কিছু এলাকায় ইতিমধ্যেই বন্যা দেখা যাচ্ছে, হাঁটু গভীর জলে রাস্তা ঢেকে যাচ্ছে এবং শহরগুলি প্লাবিত হচ্ছে। প্রায় ৩০ হাজার জন কর্মী ঝড়ের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ পুনরুদ্ধারে সাহায্য করার জন্য প্রস্তুত। ডিসান্টিস বলেছেন, তিনি স্থানীয় বাসিন্দাদের বিদ্যুতের লাইনগুলি থেকে সাবধান থাকতে সতর্ক করেছেন।
ফ্লোরিডার ৬৭টি কাউন্টির মধ্যে ২৮টি রাজ্যের উপরের উপসাগরীয় উপকূল বরাবর কোনো না কোনোভাবে উচ্ছেদ আদেশের অধীনে রয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছিল, মেক্সিকো উপসাগরের পানি উষ্ণ হওয়ায় ঝড়টি এত শক্তি সঞ্চার করেছে। ফ্লোরিডার অসংখ্য এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্তত ৩০টি অঞ্চল থেকে জরুরিভিত্তিতে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ হ্যারিকেনটি যখন আঘাত হানবে তখন এটির প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের পানি লোকালয়ে ঢুকে পড়তে পারে।ফ্লোরিডার গভর্নর রন ডিসান্তিস মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এত উঁচু জলোচ্ছ্বাস আমরা ফ্লোরিডায় আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি। তাই দয়া করে, দয়া করে পূর্বপ্রস্তুতি নিন।’ অবশ্য মূল ঝড়টি আঘাত হানার আগেই কিছু কিছু জায়গায় এটির প্রভাব শুরু হয়েছে। এই হ্যারিকেনের কারণে ফ্লোরিডা ছাড়াও আশপাশের রাজ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *