জয়ের জন্য লক্ষ্যটা ছিল ৩০০ বলে ২০২ রানের। হাম্বানটোটার উইকেটে সহজ সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের পেসারদের সামনে পাত্তাই পেলো না আফগানিস্তান। এক হারিস রউফের পেস তোপে পুরো ধসে পড়ে আফগান শিবির। ৫৯ রানেই অল আউট হতে হয় গুরবাজ-মোহাম্মদ নাবিদের। আর সেই সুবাদে ১২৪ রানের জয় দিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ তে লিড নিলো পাকিস্তান।শ্রীলঙ্কার হাম্বানটোটায় টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আফগান পেস তোপের মুখে পড়ে পাকিস্তান। দলের স্কোরবোর্ডে ৭ রান তুলতেই সাজঘরে ফিরে যান বাবর আজম ও ফখর জামান।
উইকেটে থিতু হয়ে বসার চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ ও শাদাব খানের পক্ষে। রিজওয়ান মাঠ ছাড়েন ২১ রানে, ইফতিখার ৩০ ও শাদাব করেন ৩৯।
তবে উইকেটের একপ্রান্ত আগলে ধরে প্রতিরোধ গড়ে তোলেন ইমাম উল হক। ৯৪ বলে ৬১ রান করে তিন ইমাঠ ছাড়লেই ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।