ছাত্রদল নেতাদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে অস্ত্র দিয়ে নাটক সাজানো হচ্ছে

ছাত্রদল নেতাদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে অস্ত্র দিয়ে নাটক সাজানো হচ্ছে

রাজধানীর আজিমপুর থেকে ছাত্রদল নেতাদের তুলে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে ‹অস্ত্র দিয়ে নাটক সাজানো হচ্ছে› বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রথমে আজিমপুর থেকে ছাত্রদল নেতাদের তুলে নিয়ে যাওয়া হলো, এরপর তাদের আটকের কথা স্বীকারই করলো না। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়েছে। একটা প্রেস ব্রিফিং করেছে ডিবি। সেই ব্রিফিংয়ে অস্ত্রগুলো দেখিয়েছে। এটা কোন প্রাগ-ঐতিহাসিক যুগের অস্ত্র ছিলো এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। অর্থ্যাৎ প্রাগ-ঐতিহাসিক যুগের অস্ত্র যোগাড় করে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে। সেই একেবারে পুরনো নাটক। ডিবি বলছে, বিএনপি এখন নির্বাচনকে বানচাল করার জন্য অস্ত্র যোগাড় করছে। এটা ইন্টারেস্টিং পার্ট। তারা এখন এইভাবে পুরোপুরি পলিটিক্যাল একটা পার্টির পক্ষে কথা বলছে। আমরা অবিলম্বে তাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। গতকাল রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার তার পুরোনো কায়দায় গুম, গ্রেপ্তার ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ২৮ জুলাইয়ের পর থেকে প্রতিদিনই গ্রেপ্তার ও নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে হবিগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি, টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপির শত শত নেতাকর্মীদের আহত করেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *