ঢাকাশনিবার , ১৯ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

কোনো দলের দালালি করা বিচার বিভাগের কাজ নয়’

বাংলা ট্রিবিউন
আগস্ট ১৯, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কোনো দলের দালালি করা বিচার বিভাগের কাজ নয়’ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ। শনিবার (১৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
অলি আহমদ বলেন, বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে জনগণকে ন্যায়বিচার দেওয়া। মজলুম মানুষের পাশে দাঁড়ানো তাদের কাজ। কোনো দলের দালালি করা তাদের কাজ নয়। কিন্তু বর্তমান বিচার বিভাগ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিরোধী দলের নেতাদের নির্বাচন থেকে দূরে রাখতে সাজা প্রদান করে যাচ্ছে। ক্ষমতা পাকাপোক্ত করতেই এসব রায় দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ২০০৭ সালে ওয়ান ইলেভেনের জরুরি সরকার আওয়ামী লীগের অনেক নেতার নামে যৌক্তিক মামলা করেছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের মামলা তুলে নেয় এবং বিএনপি ও বিরোধী দলের মামলা সচল রাখে। বিরোধী দলের নেতাদের অন্যায়ভাবে সাজা দিচ্ছে। তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং ড. রেদোয়ান আহমেদের বিরুদ্ধে অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে। আদালত রেদোয়ান আহমেদের কোনো সাক্ষীর বক্তব্য গ্রহণ করেননি। এ রায় প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, বিরোধী দলের নেতাদের নামে যে লাখ লাখ মামলা দিয়েছে আ.লীগ তা সম্পূর্ণ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখার পরিণতি ভালো হবে না। সরকারের সময় শেষ। তারা দেশের অর্থনীতি ও বিচার বিভাগ ধ্বংস করেছে। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এর শাস্তি তাদেরকে পেতেই হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।