জয়ার নতুন সিনেমার শুটিং বন্ধ

জয়ার নতুন সিনেমার শুটিং বন্ধ

দীর্ঘ পাঁচ বছর পর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। ‘দশম অবতার’ সিনেমাটির মধ্য দিয়ে সৃজিতের পরিচালনায় আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জয়া। আসন্ন দুর্গা পূজায় মুক্তি দেয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে সিনেমাটি। তবে সিনেমার শেষ পর্যায়ে এসে হঠাৎ বন্ধ হয়ে গেছে সিনেমাটির শুটিং। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নির্মাতা সৃজিত জ্বরের কারণে বেশ অসুস্থ। ফলে এক দিনের শুটিং বাকি থাকতেই বন্ধ করতে হয়েছে ক্যামেরা।
সিনেমাটির শেষ দিনের শুটিং হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। অংশ নেয়ার কথা ছিল জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যের। কিন্তু পরিচালকের অসুস্থতার কারণে তা পিছিয়ে গেছে।
জানা যায়, আগস্ট মাসের শেষে আবারও আউটডোর শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।
প্রসঙ্গত, ‘দশম অবতার’ সিনেমায় জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত। অভিনয় শিল্পীদের পাশাপাশি গানেও চমক থাকবে। গানে থাকছেন থাকছেন রূপম, অনুপম ও ইন্দ্রদীপ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *