রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল জুতা পায়ে হাসিমুখে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শোক দিবসের শ্রদ্ধা জানাচ্ছেন, এ রকম একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় এ ঘটনা ঘটে।
এ সময় মেয়রে সঙ্গে ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম কলিন্স পার্থসহ আরও অনেকে।
স্থানীয়রা জানান, জুতা পায়ে বঙ্গবন্ধুর ম্যুরালে গোয়ালন্দ পৌর সভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলিন্স পার্থকে দেখা গেছে। ছবিটি দেখে তারা হতবাক হয়েছেন। একজন দায়িত্বশীল ব্যক্তির এমন কাণ্ড খুবই দুঃখজনক।
এ বিষয়ে পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডল বলেন, এখানে কোনো স্টেজ সিস্টেম নেই।বঙ্গবন্ধুর ম্যুরালটি এসএস পাইপ দিয়ে ঘেরাও করা। আমরা কেউ ভেতরে প্রবেশ করিনি। বাইরে থেকে ফুল দিয়েছি। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে।
তিনি বলেন, শুধু আমি একা নই, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানও একইভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।