1. [email protected] : thebanglatribune :
নাগমুদ বাজার কে আই ফাযিল মাদরাসা নিয়োগ বিজ্ঞপ্তি - The Bangla Tribune
ডিসেম্বর ২, ২০২৩ | ৮:২২ পূর্বাহ্ণ

নাগমুদ বাজার কে আই ফাযিল মাদরাসা নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রকাশের সময় : শুক্রবার, আগস্ট ১১, ২০২৩

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নাগমুদ বাজার কে. আই. ফাযিল মাদরাসায় শূন্যপদে ১ জন অফিস সহকারী কাম হিসাব সহকারী (কম্পিউটার অপারেটিং এ দক্ষ) এবং নবসৃষ্ট শূন্যপদে ১ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (আরবী টাইপিং এ দক্ষ) আবশ্যক।

উভয় পদে শিক্ষাগত যোগ্যতাঃ আলিম/ এইচ.এস.সি/সমমান, বেতন গ্রেড-১৬, বেতন স্কেল (৯৩০০-২২৪৯০), বয়স অনুর্ধ্ব ৩৫ বছর।
আগ্রহী প্রার্থীদের উভয় পদের বিপরীতে ৮০০ টাকা (অফেরৎযোগ্য) অগ্রনী ব্যাংক, নাগমুদ বাজার শাখা, হিসাব নং-০২০০০০৩৮৪২৫৮৮ এ জমা দিয়ে মূল রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্র সহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ ২৫ আগস্ট ২০২৩ খ্রীষ্টাব্দ বিকেল ৪টা পর্যন্ত।

যোগাযোগ:- অধ্যক্ষ, নাগমুদ বাজার কে. আই. ফাযিল মাদরাসা, ডাকঘরঃ নাগমুদ বাজার, উপজেলাঃ রামগঞ্জ, জেলাঃ লক্ষ্মীপুর।

মোবাই:- 01721022990

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020