1. [email protected] : thebanglatribune :
প্রয়োজনের তাগিদে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন : স্বরাষ্ট্রমন্ত্রী - The Bangla Tribune
ডিসেম্বর ২, ২০২৩ | ৭:৩৬ পূর্বাহ্ণ

প্রয়োজনের তাগিদে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, আগস্ট ৭, ২০২৩

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছিলেন আইনমন্ত্রীকে। অন্যান্য দেশ থেকেই আমাদের আইনমন্ত্রী তা দেখেই এ আইনটার কিছু কিছু অংশ পরিবর্তন করেছেন। আমরা প্রয়োজনের তাগিদে এ জিনিসটা করেছি।
সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুর রেণু’র লোগো ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটার কিছু কিছু অংশ পরিবর্তন করা হয়েছে। জেল কমিয়ে জরিমানার অংশটা বাড়ানো হয়েছে। আইনমন্ত্রী এটার সুন্দরভাবে ব্যাখ্যাও দিয়েছেন।
নতুন এ আইনে আইনশৃঙ্খলার উন্নতি হবে কি না এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, আইনশৃঙ্খলার উন্নতি তো আমরা সবসময়ই করে যাচ্ছি। আমরা আইনটা সংশোধন করেছি। অনেকেরই এ আইনের প্রতি যে সমস্ত অবজারভেশন (পর্যবেক্ষণ) ছিল সেগুলো মাথায় নিয়েই এটার পরিবর্তন করা হয়েছে।
তিনি আরও বলেন, এখানে আইনশৃঙ্খলার কোনো প্রশ্ন আসে না। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আইনশৃঙ্খলা বাহিনী সবসময়ই করে যাচ্ছে এবং করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020