1. [email protected] : thebanglatribune :
কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ - The Bangla Tribune
ডিসেম্বর ২, ২০২৩ | ৭:২৩ পূর্বাহ্ণ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : সোমবার, আগস্ট ৭, ২০২৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সোমবার (৭ আগস্ট) দুপুরে বগুড়া শহরের বটতলী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁর বদলগাছি উপজেলার দূর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে হাসনাইন হোসেন তমাল (২০) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের পাঞ্চাবের ছেলে বায়জিদ হোসেন (২৩)।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, গত ২ আগস্ট (বুধবার) বিকেল ৪টার দিকে তমাল ওই কিশোরীকে দেখা করার কথা বলে দিনাজপুরের হিলি থেকে জয়পুরহাটের পাঁচবিবি পার্কে যেতে বলে। দেখা করতে গেলে তমাল সন্ধ্যার দিকে বায়জিদ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের সহযোগিতায় মেয়েটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি জ্ঞান হারালে আসামিরা তাকে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়।
তিনি বলেন, বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনা জানালে কিশোরীর পরিবার রোববার (৬ আগস্ট) পাঁচবিবি থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর র‌্যাব সদস্যরা বগুড়ার বটতলী থেকে আসামিদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020