ঢাকাসোমবার , ৭ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

এইচএসসি পেছানোর দাবিতে আন্দোলনে নামা ৬ শিক্ষার্থী আটক

বাংলা ট্রিবিউন
আগস্ট ৭, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনরত কিছু শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়
জানা যায়, বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে রাস্তা অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশের তাদের বলা হয় রাস্তা ছেড়ে চলে যাওয়ার জন্য বলে। কিন্তু এতে শিক্ষার্থীরা রাজি না হওয়ায় তাদের মধ্যে থেকে পাঁচ থেকে ছয় জন শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ।
এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক তদন্ত শাহ আলম বলেন, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে নামে। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে আজ দুপুর এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সড়কে নামে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়, পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।