1. [email protected] : thebanglatribune :
অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিবে তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদরাসা - The Bangla Tribune
সেপ্টেম্বর ২১, ২০২৩ | ৪:১৯ অপরাহ্ণ

অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিবে তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদরাসা

  • প্রকাশের সময় : শুক্রবার, আগস্ট ৪, ২০২৩

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) ও সর্বশেষ পরিমার্জন মোতাবেক তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদরাসা (দাখিল স্তর এমপিওভুক্ত), শূন্যপদে সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট, ইবতেদায়ি প্রধান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এবং নবসৃষ্ট পদেঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ও অফিস সহকারী কাম হিসাব সহকারী নিয়োগ দেওয়া হবে।

প্রতি পদে একজন করে নিয়োগ দেওয়া

সুপার পদে-১,৫০০ টাকা, সহঃ সুপার পদে ১,২০০ টাকা, ইবতেদায়ী প্রধান পদে ১,০০০ টাকা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্যপদে-৮০০ টাকা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নবসৃষ্ট পদে- ৪০০ টাকা ও অফিস সহকারী কাম হিসাব সহকারী নবসৃষ্ট পদে-৪০০ টাকা করে (অফেরতযোগ্য) পে-অর্ডারসহ সোনালী ব্যাংক, নবীগঞ্জ শাখা, হবিগঞ্জ, সঞ্চয়ী হিসাব নং(5709002088832) ১৭ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ মোবাইল নম্বর উল্লেখ করে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে হবে।
উল্লেখ্য যে, কর্মচারী পদসমূহে পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
যোগাযোগ:- মোঃ ইলিয়াছ উদ্দিন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদরাসা, ডাক: হরিধরপুর, উপজেলা: নবীগঞ্জ, জেলা: হবিগঞ্জ।
মোবাইল:- 01309129512

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020