1. [email protected] : thebanglatribune :
বাংলাদেশে বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় জাতিসংঘ - The Bangla Tribune
সেপ্টেম্বর ২৭, ২০২৩ | ১১:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশে বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় জাতিসংঘ

  • প্রকাশের সময় : বুধবার, আগস্ট ২, ২০২৩

বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় জাতিসংঘ।
সোমবার (৩১ জুলাই) জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ কথা বলেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে উৎসাহিত করে জাতিসংঘ। বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে।
রোহিঙ্গা বিষয়ে ফারহান হক বলেন, জাতিসংঘ রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের উদারতার প্রশংসা করে এবং আশা করি এটি অব্যাহত থাকবে।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ স্থগিত করতে কংগ্রেসের ১৪ সদস্যের এক চিঠির বিষয়ে তিনি বলেন, সদস্যপদ নিয়ে মন্তব্য করা আমার কাজ নয়। এটি সদস্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্তের বিষয়।
এদিকে, বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এসব সহিংসতার পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে এবং সহিংসতায় জড়িত অপরাধীদেরকে জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020