1. [email protected] : thebanglatribune :
সরকারের একগুয়েমির কারণে বিদেশীরা নাক গলাচ্ছে -আল্লামা ইসমাঈল নূরপুরী - The Bangla Tribune
সেপ্টেম্বর ২৭, ২০২৩ | ১০:২২ পূর্বাহ্ণ

সরকারের একগুয়েমির কারণে বিদেশীরা নাক গলাচ্ছে -আল্লামা ইসমাঈল নূরপুরী

  • প্রকাশের সময় : রবিবার, জুলাই ৩০, ২০২৩

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের মানুষ উদ্ধিগ্ন ও চিন্তিত। সরকারের একগুয়েমীর কারণে বিদেশিরা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। যা দেশের জন্য লজ্জাজনক। সরকারের বিগত দিনের নির্বাচনগুলো নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে না পারায় দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে তা দেশের মানুষ বিশ্বাস করতে পারছে না। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ২৭ মাস যাবত সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক কারাবন্দি রয়েছে। মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি দিতে হবে অন্যথায় দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে। মুক্তির আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে। তিনি আরও বলেন, মানুষের স্বাভাবিক জীবন চালাতে হিমশিম খাচ্ছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

পল্টন মোড়স্থ ফেনী সমিতি মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নূর, মাওলানা আলী উসমান, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা এনামুল হক নুর, মুফতি ওযায়ের আমীন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দীন, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা আব্দুস সোবহান।
শূরায় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, কারাবন্দী সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, ড্রেনমার্ক ও সুইডেনে কুরআন অবমাননা বন্ধে কার্যকরী প্রদক্ষেপ, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণ, আল্লাহ রাসূল (সা.) ও ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তি মৃত্যুদন্ডের বিধান পাশ,কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, বিতর্কিত শিক্ষানীতি বাতিল, দেশে দেশে মুসলিম নির্যাতন বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ, খেলাফত প্রতিষ্ঠার আহ্বান সহ ১১ দফা প্রস্তাব পাশ হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020