ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন বলেছেন, বিএনপিসহ বিরোধী দলের নেতৃবৃন্দের উপর আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলা প্রমাণ করে সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেশামাল হয়ে পরছে। তিনি বলেন, বিরোধী দলেরউপর দমন-পীড়ন চালিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না। তিনি বলেন, বিরোধী দলের নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে সেগুলোর পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত বাধাতে চায়। এটা ক্ষমতাসীন সরকারের জন্য নৈতিক ও রাজনৈতিক পরাজয়। ক্ষমতার মোহে অন্ধ হয়ে কী করছে তারা সেটা বুঝতেও পারছে না।
আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের কেরাণীগঞ্জ মডেল থানা শাখার উদ্যোগে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আটিবাজারস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ মো. আব্দুর রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ মুহাম্মদ জয়নুল আবেদীণ, সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, এ্যাসিটেন্ট সেক্রেটারী হাজী মুহাম্মদ শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হোসাইনসহ জেলা ও থানা নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেরাণীগঞ্জ মডেল থানা সভাপতি আলহাজ মোহাম্মদ হানিফ মিয়া।এদিকে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলার গোসাইরহাট থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদের উপর গতকাল সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি এই ন্যাক্কারজনক হামলা ও প্রাণনাশের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
