শনিবার ঢাকার যেসব জায়গায় অবস্থান নেবে বিএনপি

শনিবার ঢাকার যেসব জায়গায় অবস্থান নেবে বিএনপি

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। শুক্রবার (২৮ জুলাই) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
যেসব জায়গায় অবস্থান নেবেন বিএনপি নেতাকর্মীরা
১. রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারের উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান।
২. গাবতলী এস এ খালেক বাসস্টেশনের সামনে অবস্থান নেবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা।
৩. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে নয়াবাজার বিএনপি অফিসের সামনে কর্মসূচি পালন করবেন নেতাকর্মীরা। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে থাকবেন।
৪. যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে নেমে দনিয়া কলেজ সংলগ্ন কর্মসূচি করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *