1. [email protected] : thebanglatribune :
শান্তি সমাবেশে ছাত্রলীগের সংঘর্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর - The Bangla Tribune
সেপ্টেম্বর ২৭, ২০২৩ | ১০:২৫ পূর্বাহ্ণ

শান্তি সমাবেশে ছাত্রলীগের সংঘর্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

  • প্রকাশের সময় : শনিবার, জুলাই ২৯, ২০২৩

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্র সংসদের ভেতরে অবস্থিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী দুটি ছবিই ভাঙচুর ছাত্রলীগ কর্মীরা। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শুক্রবার (২৮শে জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। জানা যায়, আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার পথে কবি নজরুল কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের দুই পক্ষের মধ্যে নেতৃত্বকে কেন্দ্র করে বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে কলেজ প্রাঙ্গনে যাওয়ার পর এই বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020