1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
না ফেরার দেশে ইংল্যান্ডের প্রথম মিলিয়ন পাউন্ডের ফুটবলার - The Bangla Tribune
এপ্রিল ২৯, ২০২৫ | ৩:৪৯ পূর্বাহ্ণ

না ফেরার দেশে ইংল্যান্ডের প্রথম মিলিয়ন পাউন্ডের ফুটবলার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩

ক্লাব ফুটবলে দলবদলের বাজারে এখন কোটি কোটি পাউন্ড, ডলার বা ইউরো দাম যেন নিত্য দিনের ঘটনা। তবে এক সময়ে এক লাখ পাউন্ড, ডলার বা ইউরো দামই ছিল ফুটবলারদের কাছে স্বপ্নের মতো। সেই সময়ে ব্রিটেনে ট্রান্সফার ফির রেকর্ড গড়ে দলবদল করা ফুটবলার ছিলেন ট্রেভর ফ্রান্সিস। ট্রেভর ফ্রান্সিসের দলবদলে দাম ১ মিলিয়ন পাউন্ডের বা ১০ লাখ পাউন্ডের মাইলফলক ছুঁয়েছিল। সাবেক এই ইংলিশ ফরোয়ার্ড হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। সোমবার (২৪ জুলাই) স্পেনে ফ্রান্সিসের মৃত্যুর কথা বিবৃতি দিয়ে জানিয়েছে তার পরিবার। এক বিবৃতিতে ফ্রান্সিসের মৃত্যুর খবর জানিয়ে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটা আমাদের জন্য বিশাল এক ধাক্কা, আমরা খুবই মর্মাহত। তিনি শুধু কিংবদন্তি ফুটবলারই ছিলেন না, একজন অসাধারণ মানুষও ছিলেন।’ ফ্রান্সিস স্কুলছাত্র হিসেবে খেলোয়াড়ী জীবন শুরু করেন বার্মিংহ্যাম সিটিতে। ক্লাবটির সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তার অভিষেক হয় ১৬ বছর বয়সে, ১৯৭০ সালে। রেকর্ডটি টিকে ছিল লম্বা সময়, ২০১৯ সালের আগস্টে যা ভেঙে দেন কদিন আগে রিয়াল মাদ্রিদে নাম লেখানো জুড বেলিংহ্যাম। বার্মিংহ্যামের হয়ে লিগে ২৮০ ম্যাচে ফ্রান্সিস গোল করেন ১১৯টি।
সেখান থেকেই ১৯৭৯ সালে নটিংহাম ফরেস্টে রেকর্ড ট্রান্সফার ফি নিয়ে যোগ দিয়েছিলেন ফ্রান্সিস, হয়ে যান ব্রিটেনের প্রথম ১০ লাখ পাউন্ডের ফুটবলার। এরপর ফরেস্টের হয়ে টানা দুই মৌসুমে তিনি জেতেন ইউরোপিয়ান কাপ (বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ)। ১৯৭৯ সালের ফাইনালে সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে দলের একমাত্র গোলটি করেন তিনিই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020