১৩তম দিনে সরকারিকরণের দাবিতে শিক্ষকদের আন্দোলন

১৩তম দিনে সরকারিকরণের দাবিতে শিক্ষকদের আন্দোলন

শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনার ফল ইতিবাচক না হওয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে শিক্ষকদের আন্দোলন ত্রয়োদশ দিনের মতো অব্যাহত রয়েছে।
শিক্ষক নেতারা বলছেন, আজ রোববারও জাতীয় প্রেস ক্লাবের সামনে আগের দিনগুলোর মতোই অবস্থান নিয়েছেন কর্মসূচি পালনকারী শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, সারা দেশ থেকে আসা অনেক শিক্ষক কর্মসূচিতে নিয়মিত যোগদান করছেন।
শিক্ষক নেতারা জানিয়েছেন, প্রধানমমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়া অবস্থান কর্মসূচি পালনকারীরা আন্দোলন চালিয়ে যাবেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিটের জন্য হলেও সাক্ষাৎ চান। প্রধানমন্ত্রী যা বলবেন সেটা মেনে নিয়েই তারা ক্লাসে ফিরে যাবেন। গত বুধবার (১৯ জুলাই) রাজধানীতে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক করেন।
বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ সম্ভব নয়, তবে এ প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে।
এ সময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নিয়ে দুটি কমিটি করার কথা জানান শিক্ষামন্ত্রী। এগুলোর একটি সরকারিকরণের যৌক্তিকতা যাচাই করবে। অপরটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আর ও সরকারিকরণ হলে কতো ব্যয় হবে তার হিসেব করবে।
শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের কাছ থেকে আন্দোলন করে কিছু আদায় করে নেয়ার প্রয়োজন পড়ে না। যখন যেটা প্রয়োজন পড়ে, প্রধানমন্ত্রী নিজেই সেটা দিয়ে দেন।
প্রসঙ্গত, মাধ্যমিক স্তরের শিক্ষা সরকারিকরণের দাবিতে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আন্দোলনের চতুর্থ দিনে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানো কর্মসূচি ঘোষণা করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *