নারী সহকারী ফারজানার সঙ্গে লিভ ইন সম্পর্কে আছেন রেখা

নারী সহকারী ফারজানার সঙ্গে লিভ ইন সম্পর্কে আছেন রেখা

ব্যক্তিগত নারী সহকারী ফারজানার সঙ্গে সম্পর্কে আছেন রেখা। বহুবছর ধরে লিভ ইন করছেন তারা। লেখক ইয়াসের উসমানের লেখা ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’ বইটিতে উঠে এসেছে নায়িকার জীবনের এই গোপন তথ্যগুলো। শনিবার (২২ জুলাই) এ খবর উঠে আসে সংবাদমাধ্যমে। তথ্যটি প্রকাশ পেতেই তোলপাড় শুরু হয়। রেখা সম্পর্কে এমন কথা পড়তে হবে— স্বপ্নেও ভাবেননি পাঠকেরা। এবার বিষয়টি নিয়ে সরব হলেন বইটির লেখক ইয়াসের উসমান। নেটদুনিয়ায় তিনি লেখেন, আমার লেখা ‘রেখা : দ্য আনটোল্ড স্টোরি’ বইয়ের বক্তব্য বলে যে উদ্ধৃতিগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যে। প্রচার বাড়ানোর জন্য এই পন্থা অবলম্বন করা হচ্ছে।এরই সঙ্গে অভিনেত্রীর জীবনীকার লেখেন, আমি হলফ করে বলতে পারি, আমার বইয়ে এমন কথার উল্লেখ পর্যন্ত নেই। ‘একত্রবাস’ বা ‘যৌন সম্পর্ক’-এর মতো শব্দবন্ধের উল্লেখ আমি পাণ্ডুলিপিতে পর্যন্ত করিনি। এর আগে আত্মজীবনীর নাম করা বলা হয়েছিল, অনেক বছর ধরে রেখা তার ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে সম্পর্কে রয়েছেন। ফারজানা বহু বছর ধরে রয়েছেন অভিনেত্রীর সঙ্গে। প্রতি মুহূর্তে তাকে রেখার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক কথায় বলা যেতে পারে ফারজানা হলেন রেখার ছায়াসঙ্গী। এছাড়া অভিনেত্রী বারবার ফারজানাকে নিজের বোন বলে এসেছেন। আরও দাবি করা হয়েছিল, রেখার শোয়ার ঘরে ফারজানা ছাড়া আর কারও ঢোকার অনুমতি নেই। ফারজানার অনুমতি ছাড়া রেখার আশেপাশে কেউ-ই ঘেঁষতে পারে না। অভিনেত্রীর বাড়ির খুঁটিনাটি থেকে তাঁর পেশাদার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেন ফারজানাই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *