গিনেস বুকে নাম তোলার যেন প্রতিযোগিতে চলছে। বিশেষ করে নাইজেরিয়া দেশটির নাম আসলেই অনেকে এই কথা বলেন। বিভিন্ন আজব কাণ্ড ঘটিয়েও গিনেসে নাম তুলছেন অনেকে। এবার সেই পথটাই বেছে নিয়েছে নাইজেরিয়ার নাগরিকরা। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম তুলতে টানা সাত দিন ধরে কেঁদেছিলেন টেম্বু এবেরে নামের এক নাইজেরীয় যুবক। নাম তুলতে গিয়ে দৃষ্টিশক্তিই আংশিক হারিয়ে ফেললেন তিনি। ওই কান্নার সময় অজ্ঞান হয়েও গিয়েছিলেন তিনি।টানা সাত দিন ধরে চোখের পানি ফেলায় ওই ব্যক্তির রেটিনার একটা অংশকে শুকিয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জানা যায়, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েন টেম্বু এবেরে। শুধু তাই নয়, এর সঙ্গে মাথাব্যথাও শুরু হয়ে যায় তার। চোখ ফুলে যায়। এমনকি মুখও ফুলে যায়। প্রথমদিকে তিনি সব ঝাপসা দেখছিলেন। পরে দৃষ্টিশক্তি আরও ক্ষীণ হয়ে আসে। ফলে বাধ্য হয়ে চিকিৎসকের কাছে যান তিনি। তখনই আংশিক অন্ধত্বের বিষয়টি জানতে পারেন নাইজেরীয় ওই যুবক।
টানা সাত দিন ধরে কাঁদার জন্য রাসায়নিক ব্যবহার করেন এবেরে। যা তার চোখের রেটিনাকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে এক্ষেত্রে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছিল, তা অবশ্য স্পষ্ট নয়।এত কিছুর পরও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম ওঠেনি। কারণ, রেকর্ডের জন্য নাম নথিভুক্ক রেননি তিনি।

Posted inআন্তর্জাতিক আন্তর্জাতিক