ঢাকারবিবার , ২৩ জুলাই ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

মেক্সিকোতে বারে মদ্যপ ব্যক্তির দেওয়া আগুনে নিহত ১১

বাংলা ট্রিবিউন
জুলাই ২৩, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

মেক্সিকোতে একটি বারে মদ্যপ এক ব্যক্তির দেওয়া আগুনে পুড়ে নারীসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।দেশটির উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে শনিবার (২২ জুলাই) সকালে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, নারীদের প্রতি খারাপ আচরণের কারণে এক ব্যক্তিকে ওই বার থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তিই পরে বারে আগুন ধরিয়ে দেন। এ সময় তিনি উচ্চমাত্রার নেশাগ্রস্ত ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় বারের দরজায় একটি বস্তু নিক্ষেপ করেছিলেন। যা এক ধরনের মোলোটভ ককটেল ছিল।
এ ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৪ জন নারী। এ ছাড়া অগ্নিকাণ্ডে আহত হয়ে আরও ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোনোরার অ্যাটর্নি জেনারেল গুস্তাভো রোমুলো সালাস চাভেজ বলেন, নিহতদের মধ্যে একজন ১৭ বছর বয়সী এবং একজন নারী আমেরিকান নাগরিক রয়েছেন। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।