ভারতে দুই নারীকে নগ্ন করে হাঁটানো হলো রাস্তায়

ভারতে দুই নারীকে নগ্ন করে হাঁটানো হলো রাস্তায়

ভারতের অগ্নিগর্ভ মণিপুর আরও এক নারকীয় ঘটনার সাক্ষী থাকল। দুই নারীকে নগ্ন করে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কিছু মানুষের বিরুদ্ধে। ওই নারীদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। অশান্ত মণিপুরের এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, অভিযোগের আঙুল উঠেছে মণিপুরের মেতেই সম্প্রদায়ের দিকে। যদিও এই বিষয়ে মণিপুর পুলিশ কোনও প্রতিক্রিয়া দেয়নি। সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি গত ৪ মের। এর আগের দিনই মণিপুরে দুই জনজাতি কুকি ও মেতেইদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভিডিওর দুই নির্যাতিতা কুকি সম্প্রদায়ভুক্ত বলে জানা গেছে। রাজ্যের জনজাতি সংগঠন আইটিএলএফ বলেছে, কুকি-জো সম্প্রদায়ের দুই মহিলার উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে মেতেইরা। কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, নির্যাতিতা দুই নারীর একজনের বয়স চল্লিশের কোঠায়, অন্যজন তরুণী। ভিডিও ছড়িয়ে পড়ার পরে তীব্র নিন্দায় সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল।ত্রিপুরার তিপ্রা মথার প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা টুইট করে বলেছেন, জনজাতিভুক্ত দুই নারীকে নিগ্রহ করা হচ্ছে। দুই জনজাতির মধ্যে সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গেছে। ঘৃণার জয় হচ্ছে রাজ্যে। এই ঘটনায় মণিপুরে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের বেশ কিছু অঞ্চলে কারফিউ শিথিল করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *