ভারতের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পর এবার প্রস্রাবকাণ্ডের ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশে। প্রদেশটির ওঙ্গোলে প্রেমঘটিত সম্পর্কের জেরে এক দলিত যুবককে মারধর এবং তার গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে কয়েকজন মত্ত অবস্থায় নির্যাতিতের গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ।এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ১৯ জুন রাত ৯টার দিকে ঘটনা ঘটে। অভিযুক্তদের একজন পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিলেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।পুলিশ জানিয়েছে, ওই দলিত যুবকের নাম মোটা নবীন এবং মূল অভিযুক্তের নাম মান্নে রামাঞ্জনেয়্যুলু। পুলিশ আরও জানিয়েছে, নবীন এবং মান্নে বাল্যবন্ধু। তাদের বিরুদ্ধে অন্ধ্র এবং অন্যান্য রাজ্য মিলিয়ে মোট ৫০টি চুরির মামলা রয়েছে। ওঙ্গোলের এসপি মালেকা গর্গ জানিয়েছেন, নবীন এবং মান্নের অপর এক বন্ধুর মধ্যে একটি মেয়েকে নিয়ে মনোমালিন্য চলছিল। এরপর ১৯ জুন বিষয়টি মিটমাট করার প্রস্তাব দিয়ে নবীনকে ডেকে পাঠায় মান্নে। অভিযোগ, নবীনকে নিয়ে সদলবলে প্রথমে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় মান্নে। সেখানেই তাকে মারধর করে গায়ে প্রস্রাব করা হয়। এসপি গর্গ বলেন, ‘নবীনকে হাসপাতালে ভর্তি করানোর পর তিনি কিছু বলেননি।। পুলিশ জিজ্ঞাসাবাদ করার আগেই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেন অভিযুক্তদেরই এক সদস্য। সেই ভিডিও প্রকাশ্যে আসতে পুলিশ তদন্ত শুরু করেছে।’নয় অভিযুক্তের মধ্যে ছ’জনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যার মধ্যে ওই দুই নাবালকও রয়েছে।
সম্প্রতি মধ্যপ্রদেশের সিধি জেলায় এক জন দলিত শ্রমিকের গায়ে প্রস্রাব করার ঘটনায় তোলপাড় শুরু হয় ভারতে। উত্তরপ্রদেশেও এক দলিত যুবককে মারধর করে তার গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে।

Posted inআন্তর্জাতিক আন্তর্জাতিক এক্সক্লুসিভ