কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, চালকসহ ৫ নিহত

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, চালকসহ ৫ নিহত

মধ্য কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন রাজনীতিবিদ নিহত হয়েছেন। এছাড়াও এতে বিমানটির চালকও নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) এই ঘটনা ঘটে। নিহত পাঁচজন রাজনীতিবিদই সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলভারো উরিবের সেন্ট্রো ডেমোক্রেটিকোর সদস্য ছিলেন। খবর এনডিটিভি।এক টুইটার বার্তায় সেন্ট্রো ডেমোক্রেটিকো দলটি বিমান দুর্ঘটনায় সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইনপ্রণেতা ডিমাস ব্যারেরো, উদীয়মান গভর্নর এলিওডোরো আলভারেজ এবং ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজের ম্তৃ্যু নিশ্চিত করেছে। এদিকে বিমান দুর্ঘটনার ঘটনায় বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তার টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পার্টিতে অংশগ্রহণের জন্য উড়োজাহাজের যাত্রীরা ভিলাভিসেনসিও থেকে বোগোটা যাচ্ছিলেন। তবে কী কারণে বিমান বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *