1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা - The Bangla Tribune
সেপ্টেম্বর ২০, ২০২৪ | ৪:০০ পূর্বাহ্ণ

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা

  • প্রকাশের সময় : বুধবার, জুলাই ১৯, ২০২৩

ম্যাথিউ মিলার বলেন, ‘আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তার সফরকালে বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের একযোগে কাজ করার গুরুত্বের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও শ্রমিক-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।’ যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ সফর করছেন উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘এগুলো হচ্ছে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।’
যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বলেও জানান ম্যাথিউ মিলার।মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি মানবিক অংশীদার ও বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মিয়ানমার ও বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তার জন্য অতিরিক্ত ৭৪ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দেন।’ম্যাথিউ মিলার বলেন, ‘আমি পরিশেষে বলতে চাই, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মানবপাচারের অভিশাপ মোকাবিলায় সরকার ও নাগরিক সমাজের সঙ্গে অংশীদারিত্বের জন্য নিবেদিত।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020