ছেড়ে দেওয়ার দিন শেষ : মির্জা আব্বাস

ছেড়ে দেওয়ার দিন শেষ : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অত্যাচার অনেক সহ্য করেছি এবার জবাব দেব। আর সহ্য করব না। ছেড়ে দেওয়ার দিন শেষ, আর কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবার (১৮ জুলাই) সকালে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। আমরা কথা বলার অধিকার আদায় করব। গণতান্ত্রিক আন্দোলনে আমরা যে অত্যাচারের শিকার হয়েছি তার জবাব অধিকার আদায়ের মাধ্যমে দেব। আপনারা শান্তি সমাবেশের নামে অশান্তি করছেন। গত ১৫ বছর আপনাদের অত্যাচার সহ্য করেছি। গতকালও নোয়াখালীতে আমাদের লোক মেরেছেন, লক্ষ্মীপুরে লোক মেরেছেন। তিনি বলেন, বাধা অতিক্রম করেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এক দফা এক দাবি, এই প্রত্যয়ের পদযাত্রার মাধ্যমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। মির্জা আব্বাস আরও বলেন, সংবিধান থেকে একচুলও নড়বেন না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের সাহেব। আমরাও সংবিধানের বাইরে যাব না। কিন্তু সে সংবিধান হবে বাংলাদেশের সংবিধান, খায়রুল হকের সংবিধান না। যে সংবিধানে কাটাছেঁড়া করা হয়নি, সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচন চাই।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *