ইউরোপীয় ইউনিয়নে অভিযোগ দিবেন  হিরো আলম

ইউরোপীয় ইউনিয়নে অভিযোগ দিবেন হিরো আলম

আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন দূতাবাসে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন তিনি। এরপর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। হিরো আলম বলেন, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন আমি করব না। যেই নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালানো হয়, সেখানে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ভোটের এরকম পরিবেশ হলে, প্রার্থীদের ওপর হামলা হলে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো দরকার নেই।

তিনি বলেন, আমার ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। তারা আগে থেকে পরিকল্পনা করেছিল হিরো আলম কখন কেন্দ্রে ঢুকবে। আর হামলা করবে। তারা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। আমি কেন্দ্রে ঢোকার পর বের হওয়ার সময়ই জয় বাংলা স্লোগান দিয়ে আমার হামলা করা হয়।
হিরো আলম বলেন, আমি কোথাও কোনো ঝামেলা করিনি। আপনারা (সাংবাদিকরা) নিজেরাই দেখেছেন। কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমরা ওপর হামলা করা হয়েছে। এই নির্বাচন আমি প্রত্যাখ্যান করলাম। আমেরিকান অ্যাম্বাসি কেন, সারা বিশ্বই দেখে ফেলেছে তারা আমাকে কতোটা মারধর করেছে এবং নির্বাচন কতোটা সুষ্ঠু হয়েছে। এর ফলে চিঠি দেওয়ার প্রয়োজন পড়ে না। তবুও আমি ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন দূতাবাসসহ যেখানে যেখানে দরকার প্রতিটি জায়গায় এ বিষয়ে চিঠি দিয়ে অভিযোগ জানাব।
এ সময় হিরো আলম নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করে ভোট কারচুপিরও অভিযোগ তোলেন। একই সঙ্গে সাম্প্রতিক বরিশাল সিটি নির্বাচনে প্রার্থীর ওপর হামলার প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *