উর্বশী ফ্রান্সে আটকে পড়েছে

উর্বশী ফ্রান্সে আটকে পড়েছে

বর্তমানে ব্যাপক উত্তপ্ত অবস্থায় রয়েছে ফ্রান্স। মূলত ট্রাফিক আইন অমান্য করায় কৃষাঙ্গ কিশোরকে গুলি করে মারার অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ করেন হাজার হাজার মানুষ। আমজনতার সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন আরও দুই শতাধিক পুলিশ। এখনও রেশ কাটেনি সেই বিক্ষোভের। আর সেখানেই আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।
জানা গেছে, ‘প্যারিস ফ্যাশন উইক’-এ যোগ দিতেই ফ্রান্সে পাড়ি দিয়েছেন উর্বশী। কিন্তু দেশটির বিক্ষোভের মাঝে আটকা আটকে পড়ে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েছেন এই নায়িকা। এ দিকে মেয়ের চিন্তায় ভারতে বসে দুশ্চিন্তায় দিন পার করছেন তার পরিবার।
উর্বশী নিজেই জানিয়েছেন সেকথা। তবে নিজের থেকেও তার টিমের সদস্যদের জীবন নিয়ে ভীষণ শঙ্কিত তিনি। সেই সংশয় যেন তাকে আরও উদ্বিগ্ন করে তুলেছে।
সেখান থেকেই তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, আমি এখানে আটকে পড়ায় দেশে আমার পরিবার খুব উদ্বিগ্ন হয়ে রয়েছে। ওরা খবর দেখে-শুনে আরও আতঙ্কিত। তাই যথাসম্ভব নিজেরা সাবধানে থাকার চেষ্টা করছি। এমন সুন্দর দেশের এই ভয়ানক পরিস্থিতি দেখে আমার সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে।
অভিনেত্রী আরও বলেন, হিংসার পরিবর্তে হিংসা পরিস্থিতি আরও জটিল করে তোলে। তবে সমবেদনা ক্ষত সারায়। ফ্রান্সের ইতিহাস, সংস্কৃতিকে আমি বরাবরই পছন্দ করি। যে বা যারা এই ঘটনার ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।’
তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও কাজের পরিসরে প্রতিশ্রুতি পূরণ করতে পেরে খুশি বলে জানান উর্বশী।
সূত্র : হিন্দুস্তান টাইমস

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *