সরকারি বিধিমোতাবেক চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ে শূন্যপদে একজন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীদেরকে প্রয়োজনীয় কাগজপত্র, সদ্য তোলা দুই কপি ছবি এবং সোনালী ব্যাংক চান্দিনা শাখার অনুকূলে ১৫০০ টাকার ব্যাংক ড্রাফটসহ ২৫ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে।
যোগাযোগ:- সভাপতি, চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়, ডাকঘর-চিলোড়া. উপজেলা-চান্দিনা, কুমিল্লা।
মোবাইল:-01821990381

Posted inজবস এন্ড ক্যারিয়ার সব