মিছির আলি খান ফাউন্ডেশন, রেজিস্ট্রেশন নং এস ৫৫৬ (৬৮৪/০৬) দ্বারা পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রভাষক এবং সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। এম ই এইচ আরিফ কলেজ (স্বীকৃতিপ্রাপ্ত), কোনাবাড়ী, গাজীপুর, মিছির আলি খান মেমোরিয়াল কলেজ (স্বীকৃতিপ্রাপ্ত), বরাবো, মৌচাক, গাজীপুর এবং আজিরুন্নেছা মহিলা কলেজ, জামালপুর, কালিয়াকৈর, গাজীপুর এর জন্য রসায়ন বিষয়ে তিন জন প্রভাষক নিয়োগ দেয়া হবে।মাসিক বেতন প্রাথমিকভাবে ২০,০০০ থেকে ২২০০০ টাকা। সহকারী শিক্ষক পদে বাংলা, ইংরেজি, গণিত, রসায়ন, ইসলাম শিক্ষা ও আইসিটি বিষয়ে দুই জন করে শিক্ষক এবং কম্পিউটার অপারেটর পদে দুইজন লোক নিয়োগ দেয়া হবে।
মাসিক বেতন প্রাথমিকভাবে ১৬,০০০ টাকা।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জুলাই ২০২৩ খ্রি: শনিবার বেলা ১১টায় এম ই এইচ আরিফ কলেজ, কোনাবাড়ী, গাজীপুর এর অফিস কক্ষে ছবি এবং সকল সনদের ফটোকপিযুক্ত আবেদনপত্র জমা দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।যোগাযোগ:- সভাপতি, মিছির আলি খান ফাউন্ডেশন, এম ই এইচ আরিফ কলেজ, কোনাবাড়ী, গাজীপুর।

Posted inজবস এন্ড ক্যারিয়ার সব