বর্ষায় জামাকাপড় শুকানোর টিপস

বর্ষায় জামাকাপড় শুকানোর টিপস

এই কাঠফাটা গরমে স্বস্তির বৃষ্টি হলে ভালোই লাগে। তবে চিন্তা থাকে একটি বিষয় নিয়ে। সেটা হল জামাকাপড় শুকোবে কী করে? প্রায় সকলেরই এই চিন্তাটা কম-বেশি থাকেই। বর্ষার দিনে কাপড় শুকানো বেশ ঝামেলার কাজ। যখন-তখন বৃষ্টি নেমে শুকাতে দেওয়া কাপড় ভিজে যায়। কখনও আবার সারাদিন বৃষ্টি পড়তেই থাকে একনাগাড়ে। এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কিছুতেই পানি শুকোতে চায় না জামাকাপড় থেকে।
সহজ কিছু কৌশল অনুসরণ করলেই এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে-
* বর্ষায় জামাকাপড় ধোয়ার পর ওয়াশরুমের স্ট্যান্ডে কিছুক্ষণ পানি ঝেড়ে ঝুলিয়ে রাখুন। এরফলে কাপড়ে থাকা অতিরিক্ত পানি ঝড়ে যাবে। এর থেকে আরও একটা লাভ হবে। তা হল জামাকাপরে ভাঁজ পড়বে না। এবং শুকিয়েও যাবে খুব সহজেই।
* যদি হাতে সময় থাকে একটু তাহলে ভেজা কাপড় তোয়ালেতে ভালো করে পেঁচিয়ে কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে চাপ দিয়ে বা তার ওপর ভারী কিছু রেখে দিন। এই পদ্ধতি কাপড়ের বাড়তি পানি তোয়ালে শুষে নেবে। আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনার কাপড়।

* একটি বিরক্তিকর বিষয় হলো, বৃষ্টির কারণে উঠানে বা ছাদে জামাকাপড় শুকানোর কোনও সুযোগ থাকে না অনেকেরই। তখন ঘরের মধ্যেই বাধ্য হয়ে জামাকাপড় মেলে দিতে হয়। সেই জন্য এমন একটি ঘর বেছে নেবেন যেখানে পরিবারের লোকজন যাতে কম যাতায়াত করে। না হলে বারবার জামাকাপরে হাত-পা লাগলে সেটা গুটিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। ফলে শুকোতে অনেক সময় নেয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *