চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
রোববার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেন ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। আহত রুবেল হোসেন একই উপজেলার ব্যাপারী পাড়ার গোলাম রসূলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া থেকে মোটরসাইকেলে সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বিপ্লব ও রুবেল। এ সময় একতারপুর বাঁওড়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক বিপ্লব হোসেন রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী রুবেল। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। ওসি আরও জানান, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Posted inএক্সক্লুসিভ