1. [email protected] : thebanglatribune :
একটু সবুজ দাও এই প্রভাতে: কবি আকতারুল ইসলাম - The Bangla Tribune
সেপ্টেম্বর ২৭, ২০২৩ | ১১:৫৫ পূর্বাহ্ণ

একটু সবুজ দাও এই প্রভাতে: কবি আকতারুল ইসলাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩

একটু সবুজ দাও এই প্রভাতে:
কবি আকতারুল ইসলাম

একটু সবুজ দাও এই প্রভাতে
অভিশ্রবণের ঘর্মাক্ত জল
তরুরগায়ে অপরূপ টলমল
গড়িয়ে পড়ুক পথিকের দুগালে।
একটুসবুজ দাও এই প্রভাতে।
বিশ্বায়নের কালে শীতলবায়ু
ঠেকিয়ে দিক প্রশমনী আয়ু।
পরিবেশে সঞ্জীবনী সুধাজাগাতে।
একটু সবুজ দাও এই প্রভাতে
নগর সভ্যতার বিনাশী বিষ বাষ্প
মনুষ্য দর্শনে সুকুমারবৃত্তি ধ্বংস।
জীবনী শক্তির সুরক্ষা রক্ষার্থে
একটু সবুজ দাও এই প্রভাতে।
রবিদহে ভস্মীভূত বাংলা জনপদ
প্রশান্তিরসন্ধানেব্যতিব্যস্তচাতক।
পাতালপুরীর জলযায়শুকিয়ে।
একটু সবুজ দাও এই প্রভাতে।
দালানকোঠায়ভরেগেছে শহর
কৃত্রিমতার প্রাচুর্যেনষ্ট নহর
প্রবাহমাননগরীরদোরগোড়াতে।
একটু সবুজ দাও এই প্রভাতে।
মেরুকরণের কবলেউত্তরবঙ্গ
দক্ষিণবঙ্গেধাবমান জলতরঙ্গ।
উপকুলীয়জনপদসম্মুখ বিপদে
একটু সবুজ দাও এই প্রভাতে।
চারিদিকে দেখিধুধুমরুভূমি
দসুযেরদখলে সুজলাতৃণভূমি।
বাস্তুতন্ত্রআজ ধ্বংসের দ্বারপ্রান্তে
একটু সবুজ দাও এই প্রভাতে।
সবুজেঢাকা পড়ুকএইধরনী
আকাশছোঁয়া বিটপীরদীর্ঘ সারণি
শোভাপাকবাংলার চারপ্রান্তে।
একটু সবুজ দাও এই প্রভাতে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020