ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৪ জুলাই) সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় রাধিকা-শিবপুর সড়কের সদর উপজেলার বিরামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নবীনগর উপজেলার বিদ্যাকুটের হাবিবুর রহমানের ছেলে আলাউদ্দিন (২৫)। আহত ব্যক্তির নাম মোহন মিয়া (৩২)।ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় বিরামপুর এলাকায় দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা দুই যুবককে হাসপাতালে নিয়ে গেলে আলাউদ্দিন নিহত হন। অপর জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Posted inএক্সক্লুসিভ