বাড়ির ছাদে নিয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে

বাড়ির ছাদে নিয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে

রাজধানীর ধানমন্ডি এলাকায় বাড়ির ছাদে নিয়ে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নিজেই থানায় গিয়ে অভিযোগ করেছেন। সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
ওসি বলেন, ধর্ষণের শিকার হয়েছেন বলে মেয়েটি নিজেই থানায় এসে অভিযোগ করেছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। ধানমন্ডির ১৫ নম্বর এলাকার একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন। পারভেজ ইসলাম জানান, মেয়েটি দাবি করছে যে তাদের সোমবারই পরিচয় হয়েছে। তবে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তাদের একসঙ্গে বাসায় ঢুকতে। ফুটেজ দেখে মনে হয়েছে তাদের আগে থেকে পরিচয় ছিল। ওসি আরও জানান, মেয়েটির বাসা মোহাম্মদপুরের দিকে। তিনি বাবা-মায়ের ভয়ে বিস্তারিত জানাচ্ছেন না, এমন হতে পারে। ছেলের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। মেয়েটি হাসপাতাল থেকে ফিরে অভিযোগ দিলে এরপর বিস্তারিত জানা যাবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *