রহস্যময় ড্রোন নরেন্দ্র মোদীর বাসভবনের ওপর

রহস্যময় ড্রোন নরেন্দ্র মোদীর বাসভবনের ওপর

ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের ওপরে ড্রোন উড়তে দেখা গেছে। এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কোনও নাশকতার ছক বা রেকি করার জন্য ড্রোন ওড়ানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে।
প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরের আকাশসীমা ‘নো ফ্লাই জোন’র আওতায় পড়ে। সেখানে কীভাবে ড্রোন ওড়ানো হল, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য। জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরে ড্রোন দেখতে পায় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। তারাই ভোর সাড়ে ৫টার দিকে দিল্লি পুলিশকে বিষয়টি জানায়। এরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর দিয়ে বিমান, হেলিকপ্টার বা কোনও বিমান যেতে পারে না। এই আবহে ভোরবেলায় ড্রোন রহস্যজনক ভাবে চক্কর কাটতে থাকে প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর।এসপিজি জওয়ানদের নজরে পড়ে ড্রোনটি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। কীভাবে রাজধানীতে ‘নো ফ্লাই জোনে’ ড্রোন উড়ে গেল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখা যায় ভোরে। এ বিষয়ে এডিডি কন্ট্রোল রুমে খবর আসে। ড্রোনের খবর পেয়েই আশেপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। তা সত্ত্বেও এ ধরনের কোনও ড্রোনের সন্ধান পাওয়া যায়নি।
এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। তারা জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনও উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারেনি তারা। এ পরিস্থিতি এই ড্রোন নিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে।
সাম্প্রতিককালে জম্মু ও কাশ্মীরে নাশকতার জন্য একাধিকবার ড্রোন ব্যবহার করেছে জঙ্গিরা। জম্মু এয়ার বেসে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তাছাড়া সীমান্ত পার মাদক বা অস্ত্র পাচার করার জন্যও জঙ্গি ও চোরাচালানকারীরা ড্রোনের ব্যবহার করে। এ পরিস্থিতিতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরে নো ফ্লাই জোনে ড্রোনের চক্কর কাটার বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। দিল্লি পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *