চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে নাতিসহ এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জুন) দুপুরে নগরীর অক্সিজেন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজিয়া বেগম (৬৮) ও নাতি মো. শাহীন (৮)। তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালিতে। প্রত্যক্ষদর্শী রিয়াজ সরকার বলেন, রোববার বিকেল ৩টার দিকে নানি-নাতি অক্সিজেন মোড় এলাকার কেডিএস গার্মেন্টস-সংলগ্ন ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন তাদের ধাক্কা দিলে দুজনই ছিঁটকে পড়েন। পরে আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, ট্রেনে কাটা পড়া দুইজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের স্বজনরা জানিয়েছেন তারা দুইজন সম্পর্কে নানি-নাতি। মরদেহ স্বজনদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Posted inএক্সক্লুসিভ ক্যাম্পাস