ঢাকারবিবার , ২৫ জুন ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

টিকটক করতে গিয়ে নদীতে তলিয়ে গেল

বাংলা ট্রিবিউন
জুন ২৫, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

যমুনা নদীতে টিকটক করতে গিয়ে নিখোঁজ হয়েছে তাওহীদ আদনান আপন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী। ঈদে দাদা বাড়িতে বেড়াতে এসেছিল সে। জামালপুর জেলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আপন। দেওয়ানগঞ্জ পৌরসভার চুকাজানী এলাকার মহিউদ্দীন হিরুর বড় ছেলে সে।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জুন) তিস্তা এক্সপ্রেসে দেওয়ানগঞ্জ দাদার বাড়ি বেড়াতে আসার পর কুড়িগ্রামের রাজিবপুরে ফুপুর বাড়িতে যাওয়ার কথা ছিল। তবে যাওয়া বাদ দিয়ে দুই বন্ধু মিলে বিকেলে বাহাদুরাবাদ নৌ টার্মিনাল এলাকায় যমুনা নদীতে ঘুরতে যায়। সেখানে গিয়ে তিন বন্ধু নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও আপনকে খুঁজে পাওয়া যায়। সৌরভ আলীফ নামে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক। সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তবে অপরজন সুস্থ রয়েছে। খবর পেয়ে বিকেল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। পরে অন্ধকারের কারণে রাতে অভিযান স্থগিত করা হয়।ডুবুরি দলের টিম লিডার স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, আপ্রাণ চেষ্টা করেও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ইউএনও কামরুন্নাহার শেফা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, ওাস শ্যামল চন্দ্র ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি বলেন, যমুনা নদীতে টিকটক করতে এসে তিন বন্ধুর ভেতর আপন নিখোঁজ আছে। উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।