1. mskamal124@gmail.com : thebanglatribune :
  2. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান নিজস্ব:যুক্তরাষ্ট্র - The Bangla Tribune
সেপ্টেম্বর ২০, ২০২৪ | ৩:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান নিজস্ব:যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের যে অবস্থান, তা তাদের নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র এরইমধ্যে তাদের অবস্থান সুস্পষ্ট করেছে। মঙ্গলবার (২০ জুন) স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে জন কিরবি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বের যেখানেই যান, যে নেতাদের সঙ্গেই কথা বলেন, সেখানে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা তার খুব সাধারণ বিষয়। এটি মানবাধিকার প্রশাসনের বৈদেশিক নীতির একটি মৌলিক উপাদান। তাই জো বাইডেন যেমনটা সবসময় করেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির মতো বন্ধু এবং অংশীদারের সঙ্গেও এটা করবেন বলে আশা করা যায়। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের আকাঙ্ক্ষা স্পষ্ট করে দিয়েছি। আমাদের ভিসা নীতিকে এমন ব্যক্তিদের ভ্রমণ সীমিত করার জন্য উদ্যোগ নিয়েছি, যারা বাংলাদেশের নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আরও বলেন, আমি শুধু আমাদের কথাই বলতে পারি। আমাদের অবস্থান খুব স্পষ্ট। তবে ভারত-বাংলাদেশ সরকার তাদের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই পারে। উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© All rights reserved © 2020