জনবল কাঠামো ২০১৮ ও (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) নীতিমালা অনুযায়ী ফতেহ্পুর ওল্ড স্কীম দাখিল মাদরাসায় শূন্য পদে পরিচ্ছনতাকর্মী, সৃষ্টপদে নিরাপত্তাকর্মী, ও আয়া নিয়োগ দেওয়া হবে।প্রতি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।
সকল পদের প্রার্থীগণের বয়স অনূর্ধ্ব ৩৫ বৎসর। আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০০০ টাকা মাদরাসার অনুকূলে ব্যাংক ড্রাফসহ সুপার বরাবর আবেদন করতে হবে।
যোগাযোগ:- সুপার, ফতেহ্পুর ওল্ড স্কীম দাখিল মাদরাসা, কচুয়া, চাঁদপুর।
মোবাইল:- 01309103816

Posted inজবস এন্ড ক্যারিয়ার সব