আমরাও ভিসা নীতি করতে পারি, অপেক্ষা করুন : ওবায়দুল কাদের

আমরাও ভিসা নীতি করতে পারি, অপেক্ষা করুন : ওবায়দুল কাদের

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচকে সামনে রেখে সম্প্রতি যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতির দিয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভিসা নীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসা নীতি আমাদেরও থাকতে পারে, আমরাও করতে পারি। অপেক্ষা করুন।’ আজ শনিবার (১৭ জুন) গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মার্কিন ভিসা নীতিতে তারা (যুক্তরাষ্ট্র) বলছে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে ভিসা নীতি। এই নীতি এখন অন্ধ, বধির হয়ে থাকবে, না কি বাস্তববাদী হবে তা আমরা দেখব।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বদরুদ্দীন উমর তো এখন আবার নতুন করে মাঠে নেমে বিএনপিকে পরামর্শ দিচ্ছেন। বিএনপি যাতে নির্বাচন করতে না দেয়, সেই বিষয়েও বদরুদ্দীন উমর তাদের পরামর্শ দিচ্ছেন।’ দুর্নীতি ও দুঃশাসনের কথা বললেই বিএনপির নাম বলতে হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘যারা দুর্নীতি, দুঃশাসন করে তারা কোন মুখে এত বেশি কথা বলছে, জানি না। বিদেশে পলাতক কোনো নেতার রিমোট কন্ট্রোলের আহ্বানে জনগণের সম্পৃক্ততায় কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা নেই।’ বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের দলের চেয়ারপারসেনর মুক্তির জন্যও দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারেনি। তারা (বিএনপি) আন্দোলনের কথা বলছে, কিন্তু আমরা তাদের আন্দোলনের তেমন কোনো লক্ষণ দেখছি না।’
চলমান বিআরটি প্রকল্পের অগ্রগতি উল্লেখ করে সড়ক পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ পুরো প্রকল্পের কাজ শেষ হতে পারে। আগামী নির্বাচনের আগে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে পারব। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত করতে পারব। এর মধ্যে টানেলও গাড়ি চলাচলের জন্য প্রস্তুত হবে।’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *