২১ বছরেই ২৫ কোটি টাকার মালিক স্নাতকের ছাত্রী জান্নাত

২১ বছরেই ২৫ কোটি টাকার মালিক স্নাতকের ছাত্রী জান্নাত

ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও অনেকেই পোস্ট করেন। দৈনন্দিন যাপনের ঝলক ভাগ করে নেন পরিচিতদের সঙ্গে। কিন্তু এ ‘সামাজিকতা’ থেকে আয় করেন ক’জন? ফেসবুকে পেজ খুলে নিয়মিত পোস্ট করে অনেকেরই আয় হয়। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও নিয়মটা একই। সে কারণেই বিনোদন অথবা ক্রীড়াজগতের তারকাদের সমাজমাধ্যমে সক্রিয় থাকতে দেখা যায়। কিন্তু শুধু ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করেই কোটিপতি হওয়া সকলের কপালে থাকে না। এ প্রতিবেদনে ভারতের বিনোদন জগতের তেমনই এক উঠতি তারকার কথা আলোচিত হবে, যিনি ইনস্টাগ্রাম থেকে বিপুল অর্থ রোজগার করে চলেছেন প্রতি দিন।জান্নাত জুবের রহমানী হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। ছোট পর্দায় অনেক ছোট বয়স থেকেই তিনি অভিনয় করছেন। কিশোরী জন্নতের অভিনয় অনেকেই মনে রেখেছেন। বর্তমানে তিনি ২১ বছরের তন্বী নায়িকা। ২০০১ সালে মুম্বইয়ের মধ্যবিত্ত মুসলিম পরিবারে জান্নাতের জন্ম। লেখাপড়ায় তিনি যথেষ্ট ভাল ছিলেন। মেধাবী জান্নাত অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়েছেন সমানতালে। দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৮১ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন তিনি। হিন্দি ধারাবাহিকের ব্যস্ত রুটিনের মাঝেও পড়াশোনা থমকে যেতে দেননি জন্নত। বর্তমানে মুম্বইয়ের একটি বেসরকারি কলেজ থেকে তিনি স্নাতক স্তরের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তবে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন।মাত্র ৯ বছর বয়সে বিনোদন জগতে পা রেখেছিলেন জান্নাত। তাঁর প্রথম কাজ ২০১০ সালে ‘দিল মিল গয়ে’ নামের একটি ধারাবাহিকে। সেখানে ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল জান্নাতকে। তাঁর প্রথম অভিনীত সেই চরিত্রের নাম ছিল ‘তামান্না’। ২০১০-এই ‘কাশি অব না রহে তেরা কাগজ় কোরা’ ধারাবাহিকে কাজ করেন জান্নাত। ২০১১ সালে তাঁকে দেখা যায় ‘ফুলওয়া’-তে। এ দুই ধারাবাহিকে শিশুশিল্পী হিসাবে জান্নাতের অভিনয় নজর কেড়েছিল সকলের। ২০১৪ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ভারত কা বীর পুত্র— মহারানা প্রতাপ’-এ ফুল কানওয়ারের ছোটবেলার দৃশ্যে অভিনয়ের সুযোগ পান জান্নাত। তার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
নায়িকা হিসাবে জান্নাতের প্রথম ‘ব্রেক’ কালার্স টিভিতে। জনপ্রিয় ধারাবাহিক ‘তু আশিকি’তে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। জন্নতের বিপরীতে কাজ করেছেন ঋত্বিক অরোরা এবং রাহিল আজ়ম। ২০২২ সালে ‘খতরোঁ কে খিলাড়ি’-তে অন্যতম প্রতিযোগী ছিলেন হিন্দি টেলিভিশনের তরুণ তুর্কি জান্নাত। তিনি চতুর্থ স্থানে ওই প্রতিযোগিতা শেষ করেন। রিয়েলিটি শো-এর মাধ্যমে জন্নতের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *