ঢাকাবুধবার , ১৪ জুন ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

বড় রাঘববোয়ালরা এখন ঘুষ হিসেবে সোনার বার নেনঃজাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া

বাংলা ট্রিবিউন
জুন ১৪, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

টাকা বা ডলার নয়, বড় রাঘববোয়ালরা এখন ঘুষ হিসেবে সোনার বার নেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া।মঙ্গলবার (১৩ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।কিবরিয়া বলেন, কর্মকর্তারা এখন সিন্ডিকেট করে দুর্নীতি করেন। যেসব কর্মকর্তারা দুর্নীতি ও ঘুষ খান না, তারা এখন সংখ্যালঘু, দুর্বল ও বোকা। তাদের দাপ্তরিক তেমন কোনো কাজও নেই।তিনি বলেন, টাকা না দিলে এখন কাজ হয় না। মাসের পর মাস ঘুরতে হয়। কার্যালয়ে গিয়েও কর্মকর্তাদের পাওয়া যায় না। যারা টাকা পাচার করে বেগমপাড়ায় বাড়ি করেছেন, তাদের ৯০ ভাগ আমলা। জাপার এই নেতা বলেন, বড় বড় রাঘববোয়ালদের খুঁজে বের করতে হবে। এমন লোক বসান, যারা বসলে ঘুষ ও দুর্নীতি বন্ধ হবে।
গোলাম কিবরিয়া বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। সেখানকার জনগণের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী পাঠানো দরকার।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের জন্য সেনাবাহিনীর অন্তত ৩ লাখ সদস্য এবং আধা সামরিক বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ৫ লাখ সদস্য দরকার। যাতে কারও মৃত্যু এবং কেউ অপহরণের শিকার না হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।