প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও এমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, দেশেই জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন সম্ভব। দেশে এসব ওষুধ উৎপাদন করা গেলে জীবনরক্ষাকারী ওষুধ প্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি ওষুধের দামও কম হবে। শনিবার (১০ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত পালমোনারি হাইপারটেশন বিষয়ক প্রথম বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, বিভিন্ন ধরণের জটিল রোগের অনেক ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানিতে যেমন সময় ব্যয় হয় তেমনই ওষুধের দামও অনেক বেশি পড়ে যায়। কিন্তু দেশেই অনেক ওষুধ কোম্পানি রয়েছে যারা এ ধরণের ওষুধ তৈরি করতে সক্ষম। দেশে এ সকল ওষুধ উৎপাদন করতে পারলে জীবনরক্ষাকারী ওষুধ প্রাপ্তি যেমন সহজলভ্য হতো, আবার ওষুধের দামও তুলনামূলক ভাবে অনেক কম হবে। দেশ ওইসব ওষুধ উৎপাদনে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সহায়তা করারও আশ্বাস দেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বিএসএমএমইউ উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ইউজিসি অধ্যাপক অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীসহ অনেকে

Posted inবাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা