আওয়ামী রাজনীতি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১৩ জুন) ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।আমির খসরু বলেন, চোরদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকারের নির্ভরশীলতা প্রশাসনের ওপর আর বিএনপির নির্ভরশীলতা জনগণের ওপর। যারা আন্দোলনে বাধা দেবেন তাদের খবর আছে। তিনি বলেন, প্রশাসনের যারা অসাংবিধানিক কাজ করছেন, সরকারকে রক্ষায় যারা আন্দোলনে বাধা দিচ্ছেন, তাদের প্রতি আহ্বান আপনারা আন্দোলনে শামিল হয়ে যান। জনগণের বিপক্ষে অবস্থান নিলে আপনাদের অবস্থা ভালো হবে না, দেশের অবস্থাও ভালো হবে না। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলে আপনারা র্যাব-পুলিশে যারা আছেন তারা সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।