ঢাকাবুধবার , ৭ জুন ২০২৩
  1. অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. এক্সক্লুসিভ
  5. কলাম
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. জবস এন্ড ক্যারিয়ার
  9. জাতীয়
  10. ধর্ম
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. ব্যবসা বাণিজ্য
  14. ব্রেকিং
  15. রাজনীতি

ক্লাসরুমে অসুস্থ হওয়া এক শিক্ষার্থীকে হাসপাতালে নেয়ার পর মারা গেছেন

বাংলা ট্রিবিউন
জুন ৭, ২০২৩ ৬:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে অসুস্থ হওয়া এক শিক্ষার্থীকে হাসপাতালে নেয়ার পর মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। নিহত ওই ছাত্রীর নাম উম্মে হাবিবা। তিনি ওই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং তিতাস উপজেলার চান নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম তালুকদার জানান, দুটি ক্লাস শেষ হওয়ার পর দেখি হাবিবাকে তার কয়েকজন সহপাঠী ধরাধরি করে অফিসের দিকে নিয়ে আসে। মেয়েটি দাঁড়াতে পারছিলো না। দেখে তাৎক্ষণিক দুইজন শিক্ষক দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর মোড়ে পাঠাই। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। এরপর শুনি সে মারা গেছে।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ওয়াহিদুজ্জামান বলেন, হাবিবা নামে স্কুলছাত্রীকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে। কি কারণে অসুস্থ, অতিরিক্ত গরমে নাকি ফুড পয়জনিং সেটা সঠিক ভাবে বলা যাচ্ছে না। এখানে আনার পর মুখ দিয়ে লালা ও ফেনা জাতীয় কিছু বের হচ্ছিল। পরে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হলে নেয়ার পথেই সে মারা যায়। পরে পুনরায় তাকে এখানে নিয়ে আসে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতাল থেকে বিষয়টি শোনার পর বিদ্যালয়ে আমার অফিসার পাঠিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।