সিলেটের দক্ষিণ সুরমায় দুই ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তারা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। এছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন দুজন নারীও। তবে, এখনো তাদের নাম, পরিচয় শনাক্ত করা যায়নি। বুধবার (৭ জুন) ভোরে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বড় ট্রাক ও একটি মিনি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Posted inএক্সক্লুসিভ